আজি হায়! শতবর্ষ পরে

~(এটি ১৪০০ বঙ্গাব্দে রচনা।
কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুরের ‘আজি হতে শতবর্ষ পরে । ১৩০০’
কবিতার আমার একটা উত্তর দেওয়ার বিনীত প্রচেষ্টা)

আজি হায় শতবর্ষ পরে
বসে খুলি তোমার কবিতা আমার কোলে
তাকিয়ে থাকি জানলার বাইরে,
ওই শুষ্ক ইঁট-কাঠামোর দিকে,
বহু উর্দ্ধে আকাশ, দিগন্ত কল্পনা-সূত মাত্র
রোগজীর্ণ সৃষ্টির ধ্বংসের উল্লাসে মাতাল পৃথিবীর পানে
চেয়ে থাকি অসহায় আমি ।
আজ তব বার্তা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে
রয় শুধু দেওয়ালের সাক্ষীরূপে ।
দগ্ধ সৃষ্টির আঘাতের পরিসীমার অনেক বাইরে
রয় সমস্ত অবচেতনার, অনুরাগের সীমানার ওপারে ।
আজি হায়, শতবর্ষ পরে
নব বসন্তের প্রভাতে দেখি বিষাদের হাহাকার !
চক্ষু মুদিয়া শুনতে পাই
অভাগার ক্রন্দন ।
ধ্বংসের মরণলীলা সঙ্গে করে মানুষ
দলিত করে ফুলদল
নিষ্প্রাণ করে স্পন্দিত দেহ
ধরণীর স্তব্ধ প্রবাহে
ভাসায় কাল-রক্তের রাঙা স্রোত ।
বহু প্রজন্মের এপার থেকে
বাঁচিবার তরে, সুস্থতার তরে,
বিশ্বের মনুষ্যত্ব জাগাবার তরে
এই কাতর বেদনা জানাই ইতিহাসের পৃষ্ঠার কাছে
হায়,
আজি হতে শতবর্ষ পরে
থাকবে কি কেউ, এই কাব্য পড়িবার তরে?
~ মে, ১৯৯২ । ১৪০০ বঙ্গাব্দ

©Copyright: Kaberi Dutta Chatterjee

(A poem from my Bengali book of poems, গভীরে যাও। Now available in India online)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 09, 2023 10:39
No comments have been added yet.