গতকাল রাতে এ. আর. রাহমান এর লাইভ কনসার্টে গিয়েছিলাম। প্রায় পঁচিশ বছরের মুগ্ধতা আরও ঘণ্টা তিনেক বাড়িয়ে নিয়ে বাড়ি ফিরলাম। অনেক মৃদুভাষী একটা লোক, এই সব পাগল করা ধুন্ধুমার সব ভেঙ্গে ফেলা গানের ফাঁকে ফাঁকেই মিষ্টি করে হাসেন কেবল। আমি অবাক হয়ে দেখলাম। আর বুঝলাম, নিজেকে ঠিক এতখানি উপরে নিয়ে যেতে পারলেই বোধহয় কেবল এত বেশি বিনয়ী হবার মতন ধৃষ্টতা হয় মানুষের।
Published on October 07, 2017 21:38